রাঙ্গামাটি জেলা কারাগারে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় সাক্ষাতকক্ষের সম্মুখভাগে কারাভ্যন্তরে সাইজের দুটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে যা সরাসরি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ও পেনড্রাইভ এর মাধ্যমে অফিস কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে প্রতিদিন জামিনে মুক্তিপ্রাপ্ত বন্দিদের তালিকা ও সাজার মেয়াদ শেষে কয়েদি বন্দি মুক্তির তালিকাসহ জনসচেতনতার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হচ্ছে। ফলশ্রুতিতে বন্দিগণ ও কারাগারে আগত দর্শনার্থীগণ সহজেই জামিন ও সাজা ভোগশেষে মুক্তি পাওয়ার বিষয়টি সরাসরি ডিসপ্লেতে দেখে ও জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এর সুফল ভোগ করছেন বলে অভিমত ব্যক্ত করেন। বন্দি, প্রতিদিন আগত দর্শনার্থী তথা আপামর জনসাধারণের নিকট রাঙ্গামাটি কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত ডিসপ্লে বোর্ডের বিষয়টি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। কারা বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারিগণ মনে করেন ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের মাধ্যমে বাংলাদেশ জেল আরো এক ধাপ এগিয়ে যাবে। তাছাড়া কারাগারে আটক বন্দি ও তাদের আত্মীয় স্বজনদের হয়রানি ও ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।
আরপি গেইটে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের ফলে বন্দিদের আত্মীয়-স্বজন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দির তালিকা স্বচক্ষে দেখতে পেয়ে নিশ্চিত হচ্ছেন এবং দেখা-সাক্ষাৎ, আরপি গেইটে তল্লাশি, প্রতারকচক্রের প্রতারণা থেকে রক্ষা, মাদকের কুফল, বন্দিদের পিসিতে টাকা জমা দেয়ার নিয়ম ও কারাভ্যন্তরে যে সকল দ্রব্য প্রবেশ নিষিদ্ধ সে সকল বিষয়সহ প্রতিনিয়ত বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা ও আপডেট তথ্য পেয়ে রাঙ্গামাটি কারাগারের প্রতি আগত দর্শনার্থী ও বন্দিরা সন্তোষ প্রকাশ করছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS